আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দুই প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ উঠেছে। দলীয় মনোনয়ন পাওয়ার আগ থেকেই আওয়ামী লীগের দুই প্রার্থী বেশি জনপ্রিয় অর্জনকারী খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) ও তানভীর হাসান ছোটমনিরের অনুসারীরা এলাকায় মিছিল-মিটিং করছে। আবার একপক্ষকে রুখতে আরেক পক্ষকে মহড়া দিতে দেখা গেছে। আওয়ামী লীগের দুইজন মনোনয়ন পাওয়া প্রার্থীর কর্মী-সমর্থকরা কোন্দলে জড়িয়ে পড়ছে। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বহুভাগে বিভক্তের পাশাপাশি দ্বিধাদ্বদ্বে পড়েছে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর ও গোপালপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ কৌশলগত কারণে বর্তমান সাংসদপুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিরকে মনোনয়ন দেয়া হয়। কেন্দ্র থেকে দুইজনকে মনোনয়ন দেয়ায় তৃণমূল আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। যার একটি অংশে নেতৃত্ব দিচ্ছেন রোমেল ও আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন ছোট মনির। এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণা হওয়ার পর এবং প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী এলাকায় কোন প্রার্থী কোন ধরনের মিছিল-মিটিং করতে পারবে না। কিন্তু ক্ষমতাসীন দলের এই দুই প্রার্থীর অনুসারীরা আচরণবিধি ভঙ্গ করে এলাকায় মোটরসাইকেল শোডাউনসহ বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সোমবার ভূঞাপুরে আওয়ামী লীগের দুইপ্রার্থীর বড় ধরনের শোডাউন এবং মিছিলের খবর পেয়ে সেটি বন্ধ করে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ ঘটনায় সকাল থেকে পৌর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ‘প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পরই জেলা প্রশাসন কর্তৃক নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সকালের দিকে দুই প্রার্থীর বড় ধরনের শোডাউন ছিল। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করার পর তারা আর কোন মিছিল করেনি। আমরা শুনেছি দুই প্রার্থীর অনুসারীরা আচমকা মিছিল মিটিং করেছে। এরপরও যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে মিছিল মিটিং করে তাহলে নির্বাচনী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, ‘গোপালপুরে আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এটাও চেক করতে পারেন
কতবার সংস্কার করার পর হস্তান্তর হবে ভূঞাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ?
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনের আগেই একবার সংস্কার করা হয়েছে।স্টেয়ামটি পুনোরায় …