ঢাকা টাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকি; প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় ও বহুল প্রচারিত ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘ঢাকা টাইমস’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস২৪ডটকম’ এবং সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনের প্রাণনাশের হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টায় ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ফরমান শেখ ও ভূঞাপুর উপজেলা সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুল ইসলাম বাবুল। এতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, দপ্তর সম্পাদক ইব্রাহিম ভূইয়া, কার্যকরী সদস্য মো. মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম কিসলু, জুলিয়া পারভেজ, আব্দুল আলীম আকন্দ ও ভূঞাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আ: রশিদ তালুকদার, সংবাদকর্মী মো. নাসির উদ্দিন, কোরবান তালুকদার, হ্নদয় মন্ডল প্রমুখ।
মানববন্ধনে আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও সুব্রত বাইন পরিচয় দিয়ে সাংবাদিক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি অত্যন্ত উদ্বেগের বিষয়। যখন দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ চলছে, তখন এ ধরণের ঘটনা নতুন করে আতঙ্কের জন্ম দেয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান সাংবাদিকরা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলা, দুই শ্রমিককে এক বছর করে কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *