নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন। বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক মো: নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য মো: আসাদুজ্জামান, সোনালী ব্যাংক ফলদা শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন, ফলদা বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ফলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ওমর আলী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, বিদায়ী শিক্ষার্থী তানজিনাতুল জান্নাতি ও দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি শহীদুল ইসলাম ভূঞাপুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।