বঙ্গবন্ধু সেনানীবাসে ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’এর উদ্বোধন


আব্দুল আলিম
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে রোববার ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধন হয়েছে। সন্ত্রাস দমন ও প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে এ যৌথ অনুশীলন শুরু হয়। চলবে ১৫ মার্চ পর্যন্ত। অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০জন সেনা কর্মকর্তাসহ ১৭০ জনের একটি করে দল অংশ নিচ্ছেন। এবারের যৌথ অনুশীলনের বিষয় ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি।“সম্প্রীতি-৮” এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বক্তব্য রাখেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরজিৎ সিং সানধু।
উলেখ্য,২০১০ সাল থেকে এক বছর পর পর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে আগমন করেছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *