বেড়াতে গিয়ে যমুনায় প্রাণ গেল ৫ বছরের শিশু রাবেয়ার

নিজস্ব প্রতিবেদক

স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যমুনা নদীর তীরে বেড়াতে গিয়েছিলো ৫ বছরের শিশু রাবেয়া। কিন্তু সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি রাবেয়া ও তার পরিবারের লোকজনের মাঝে। বালুবাহী ভলগেটের উপর দাঁড়িয়ে ছবি তোলার সময় নদীতে পড়ে যায় শিশু রাবেয়া। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে ।

রাবেয়ার চাচা সাদ্দাম হোসেন জানান, ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাই ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যাই। এসময় রাবেয়ার বাবা এরশাদ আলী রাবেয়াকে বালুবাহী ভলগেটের উপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।

পুলিশ এবং ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্তও তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রাবেয়ার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়া মাত্রই টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *