নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৩ আগষ্ট) জুমার নামাজ শেষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই সাথে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী উপস্থিত বক্তারা ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসাব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুল গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টি করার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে বাংলাদেশ ভারতের সকল পণ্য নিষিদ্ধ করা সহ ভারতের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্নের আহ্বান জানান।