নিজস্ব প্রতিবেদক: ভুঞাপুরের ইয়াবাসহ সেলিম মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার (৫ জুলাই) সন্ধায় উপজেলার মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম মিয়া উপজেলার সিরাজকান্দি গ্রামের লতিফ মিয়ার( অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম মোবাইল ফোনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুব্ধু করে আসছিল। এ সময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা সহ গ্রফতার করা হয়।