নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আরিফুল হাসান নামে (৪৬) ইসলামিক ফাউন্ডেশনের এক শিক্ষককে গ্রেফতার করেছে ভুঞাপুরে থানা পুলিশ।শনিবার (১৩ জুলাই) উপজেলার টেপিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।

জানা গেছে, ভুঞাপুর মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে যৌন হয়রানি করতো ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আরিফুল হাসান। গত বৃহস্পতিবার (১১ জুলাই) টেপিবাড়ি এলাকায় ওই ছাত্রীকে ভ্যান গাড়ি থেকে কৌশলে নামিয়ে শ্লীলতাহানী করে।বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানায়। এরপর পুনরায় একই কৌশলে শনিবার (১৩ জুলাই) ওই ছাত্রীকে একই স্থানে যৌন হয়রানি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।শ্লীলতাহানীর শিকার ওই শিক্ষার্থী জানায়, বাড়ি যাওয়ার পথে বৃষ্টির মধ্যে টেপিবাড়ি এলাকায় ওই ব্যক্তি যৌন হয়রানির চেষ্টা করে। স্কুলে যাওয়া আসার পথে কুপ্রস্তাব দিত।
ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে আরিফুলকে গ্রেফতার করে। আগামী রোববার (১৪ জুলাই) তাকে টাঙ্গাইল কোর্টে পাঠানো হবে।