ভূঞাপুরের অলোয়া ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দের সংবর্ধণা
লোকাল নিউজ ডেস্ক ঃ দুধ দিয়ে গোসল করে সারাদেশে আলোচিত ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দকে সংবর্ধনা দিলেন ইউনিয়ন আওয়ামীলীগ। রবিবার অলোয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধণার আয়োজন করা হয়। সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. হুমায়ূন কবীর(হুমায়ূন মাষ্টার)। বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মো.মাহমুদুল হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল হামিদ,সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি,আওয়ামীলীগ নেতা মো.লিটন মিয়া,মো.ইবরাহীম সরকার,মো.মোমিন তালুকদার প্রমুখ। উল্লেখ্য ২০১৬ সালে চক্রান্তমূলক নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে রহিজ উদ্দিন আকন্দকে পরাজিত দেখানো হয়। প্রতিবাদে তিনি দুধ দিয়ে গোসল করে সারা দেশে ঝড় তুলেন। অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু জনিত কারনে গত ৩ অক্টোবর উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রহিজ উদ্দিন আকন্দ বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। ১০ নভেম্বর জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের দপ্তরে শপথ গ্রহণ করেন। রবিবার তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
আপনার মতামত লিখুন