লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর সহরের পলশিয়া গ্রামের হাসান আলী মন্ডলের পালক সন্তান আসাদুজ্জামান ফেরদৌস (কাননগো আসাদ) কে গত ১৭ জুলাই দিনাজপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে ঘুষ গ্রহন কালে হাতনাতে গ্রেফতার করে দুদক।
জানা যায় ভূঞাপুরের জমি খেকো নামে পরিচিত হাসান আলী মন্ডলের পালক সন্তান আসাদুজ্জামান ফেরদৌস (কানন গোআসাদ) পুর্বেরও মামলা রয়েছে। তিনি উপজেলার সহকারি সেটেলমেন্টে চাকরি করে ভূঞাপুরে অঘাত সমপপ্তির মালিক হয়েছেন । ইতিমধ্য দুর্নিতিবাজ এই আসাদ তার নিজ এলাকায় ভূঞাপুরে অঘাত সমপ্তির মালিক বনে গেছেন। তার নামে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন অফিসে সম্পদের হিসাব ফাকির মামলা রয়েছে ।