ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর নেই!

মঙ্গলবার(২৩ মে) সকাল ৮ টায় সামছুল আলম (৬৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন ( ইন্নালিল­াহি ওয়া….. রাজেউন।) সে দীর্ঘ দিন যাবৎ বা ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে খবরের কাগজ সংগ্রহ করে ভূঞাপুর পৌর শহরে রাস্তায় পায়ে হেঁটে ও সাইকেল দিয়ে পত্রিকা বিক্রি করতেন। ১৯৮৮ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবত তিনি পত্রিকা বিক্রি করে মানুষের সেবা দিয়ে আসছিলেন। বাদ আছর নিজ গ্রাম ঘাটাইলের ছুনটিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার জানাযা নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃনবন্দ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হয়।

উল্লেখ্য, সামছুল আলম জেলার ঘাটাইল উপজেলার বাসিন্দা হলেও ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কিশোরীকে ভাড়া করে এনে পতিতাবৃত্তি করার সময় স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোরীকে ভাড়া করে এনে পতিতাবৃত্তি করার সময় স্বামী ও স্ত্রীকে …

Leave a Reply

Your email address will not be published.