নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যাটারি চালিত অটো-ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় মো: রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।রবিবার (০৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিউল ইসলাম গোপালপুর উপজেলার ধোপার পাড়া গ্রামের মো: আহসান আলী আকন্দর ছেলে। স্থানীয়রা বলেন, রাত ৩টার দিকে হতদরিদ্র আব্দুল আলিম (৩৮) নামের অটো-ভ্যান চালকের ভ্যানটির তালা ভেঙে বাড়ি থেকে নিয়ে রাস্তায় বের হয়ে কিছুপথ এগিয়ে আসলে সে সময়ে স্থানীয় দু’জন লোক দেখতে পায়। পরে ওই চোরকে ডাক দিলে সে ভ্যান রেখে পালানোর জন্য দৌড়ায়। এক পর্যায়ে ছোট একটি ডোবা পুকুর থেকে তাকে হাতে নাতে ধরে চোর চোর ডাক-চিৎকার করলে আশে পাশের লোকজনরা ঘটনাস্থলে মারপিট দেয়। লোকজন কম থাকায় আরেক জন তাদের হাত থেকে পালিয়ে যায়।