ভূঞাপুরে অলোয়া ইউপি’র ৩ প্রার্থীর ভোটের লড়াই সাবেক চেয়ারম্যান রহিজ এগিয়ে

 


আ: রশিদ তালুকদার : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ঠিকাদার মো: নুরুল ইসলাম সরকার সম্প্রতি মৃত্যুবরণ করায় অত্র ইউনিয়নে আগামী ৩ অক্টোবর উপ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী ভোটের লড়াই করছেন। সাবেক চেয়ারম্যান পরিষদের ভালকাজ করায় স্বর্ণ পদক প্রাপ্ত মো: রহিজ উদ্দিন আকন্দ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জনে অনেকটাই এগিয়ে রয়েছে বলে এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে। অলোয়া ইউপিতে উপনির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিন্দ্বিতা করছে। এরা হচ্ছে বিগত পাঁচ বার নির্বাচনে অংশগ্রহণ করা এ উপ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মো: মর্ত্তুজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা মো: নুরুল আমীন নান্নু (ধানের শীষ) ও ইউনিয়নের ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী ২টি স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগের ইউনিয়ন সাবেক সভাপতি মো: রহিজ উদ্দিন আকন্দ স্বতন্ত্রপ্রার্থী প্রতীক (মটর সাইকেল)। ৩ চেয়ারম্যান প্রার্থী ভোট প্রাপ্তির জন্য এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা, গণসংযোগ ও মিছিল সমাবেশ অব্যাহত চালা”্ছ।ে অলোয়া ইউনিয়নের অধিকাংশ গণমান্য ও সর্বস্তরের ভোটারা মটর সাইকেল প্রতীকের রহিজ উদ্দিন আকন্দের স্বপক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। অপরদিকে আওয়ামীলীগের লবিং গ্রুপিং থাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঠিকাদার মো: মর্ত্তুজ আলী বিগত ৫টি নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ কর্তৃক চশমা প্রতীকের মো: মর্ত্তুজ আলীকে বহিস্কার করেন। জনমনে প্রশ্ন জেগেছে, জেলা আওয়ামীলীগের বহিস্কৃত বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী মো: মর্ত্তুজ আলীকে দল থেকে মনোনীত করায় দ্বি দন্দ্বে দলের ভোটারা বিভক্ত হয়েছে। ফলে স্বতন্ত্রী প্রার্থী মটর সাইকেল প্রতীক আওয়ামীলীগ নেতা মো: রহিজ উদ্দিন আকন্দের ভোটের জনপ্রিয়তা বেড়েছে। সাধারণ ভোটারা জানান, সুষ্ঠ অবাধ ফেয়ার নির্বাচন হলে রহিজ উদ্দিন আকন্দ মটর সাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হবে। বিএনপি’র মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মো: নুরুল আমীন নান্নু দলের অধিকাংশ ভোট পেলে বিজয়ী হওয়ার আশাবাদী বলে জানান তিনি। এদিকে মো: মর্ত্তুজ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে না পেয়ে তার সমর্থক নেতারা প্রতিনিধিকে জানান নৌকার সমর্থক সকলেই নৌকায় ভোট দিলে ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা মর্ত্তুজ আলী নিশ্চিত বিজীয় হবে। তিনি আরও জানান, নৌকা প্রতীকে দলের সবাইকে ভোট দিতে দাবী জানিয়েছেন। মটর সাইকেল প্রতীক স্বতন্ত্রী প্রার্থী মো: রহিজ উদ্দিন আকন্দ জানান, আমি অলোয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে জনগণের সেবায় নিয়োজিত ছিলাম। আগামী ৩ অক্টোবর উপ নির্বাচনে জনগণের ভালোবাসার আঙ্গিকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করতে সকলে আহ্বান জানান। তিনি সঠিক অবাধ স্বচ্ছ নির্বাচনের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন। এবং নির্বাচিত হয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল হিসেবে অলোয়া ইউনিয়নকে সাজাতে চাই।
ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্ধু চাকলাদার জানান, ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামী ৩ অক্টোবর যথারিথীভাবে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আমি ও উপজেলা নির্বাহী অফিসার ও সকল কর্মকর্তারা সঠিক, সুস্থ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনী আইনানুসারে প্রস্তুত রয়েছি। তিনি আরও জানান, এ উপনির্বাচনে কোন ধরনের অনিয়মের ঘটনা ঘটতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন। অলোয়া ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ১১২৩৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১১০৬৯ জন     মোট ভোটার সংখ্যা ২২৩০৩ জন রয়েছে বলে জানান তিনি  ।

 

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *