লোকাল নিউজ ডেস্ক : সারা দেশের ন্যায় ইসির ঘোষণা অনুসারে ৪র্থ পর্যায় উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এডভোকেট মনোনয়ন প্রত্যাশী হয়ে নৌকা প্রতীকের আশায় আটঘাট বেঁধে নিজ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সফল এই চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় অনেক উন্নয়ন করেছেন। আওয়ামীলীগের তৃর্ণমুল নেতা কর্মী, সাধারণ ভোটাররা আব্দুল হালিম এডভোকেটের গণসংযোগে সারা দিয়েছে। সরে জমিন ঘুরে জানা যায়, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম এডভোকেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত কয়েকজন প্রার্থী থাকলেও তাদের মধ্যে এ প্রার্থী জনপ্রিয়তায় অনেক এগিয়ে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন বোর্ডের বরাবরে ভূঞাপুরবাসীর দাবী আব্দুল হালিম এডভোকেটকে নৌকা প্রতীকে মনোনীত করলে নিশ্চিত বিজয় লাভ করিবে। ভূঞাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট জানান, উপজেলার দায়িত্বপালনকালে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাপক উন্নয়ন করেছি এবং গণতন্ত্রের মানসকন্যা, দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারই পথ অনুসরণ করে সুস্থ্য ধারায় রাজনীতিতে বিশ্বাস ও স্থানীয় জনগনের ভালবাসাই আমার ভরসা। আর এ ভরসা নিয়েই আমি আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। কথা বলতে চাই এলাকার সাধারণ মানুষের পক্ষে।আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন বোর্ড নৌকা প্রতীকে আমাকে মনোনীত করলে আগামী দিনগুলোতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখিব।
