লোকাল নিউজ ডেস্ক: আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্বাক্ষরতা দিবসের একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক শাহআলম প্রামানিক, মিজানুর রহমান, সৈয়দ সরোয়ার সাদী রাজু ও অভিজিৎ ঘোষ, বেসরকারি বন্ধন সংস্থার কর্মকর্তা শামছুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।