ভূঞাপুরে ইউএনও’র শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভূঞাপুরে ইউএনও’র শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার উপজেলার ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া উপকরণগুলো বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে যাতে শিক্ষার্থীরা সহশিক্ষা হিসেবে খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে ক্রীড়া উপকরণ বিতরণ অব্যাহতভাবে বিতরণ করা হবে।
উপজেলার ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা কর্মকর্তা শাখায়াত হোসেন ও শাহজামাল, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন