নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৮৭০ পিস ইয়াবাসহ মোঃ জহের মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুঞাপুর থানা পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকার চকদার গরুর ফার্মের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত জহের মন্ডল উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে এক ব্যক্তি মাদক নিয়ে তার নিজ বাড়িতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে এসআই লিটন মিয়া ও এসআই মাহমুদুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তার পিছু নেয়। গোবিন্দাসী এলাকায় চকদার গরুর ফার্মের সামনে আসলে সেখান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি গজ (বাসা বাড়িতে রাজমিস্ত্রীদের কাজ করার যন্ত্র) এর ভিতর থেকে ৮৭০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত জহের মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।