অভিজিৎ ঘোষ,
টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দেড় শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণগুলো তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানার এসআই বিজয় দেবনাথ, গোপালপুর থানার এসআই তারিকুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাবেক প্রধান শিক্ষক ভরত চন্দ্র দাস, ফলদা রাম সুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সাবেক প্রধান শিক্ষক সুশিল রঞ্জন বসাক, ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবাহান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শিহাব উদ্দিন কলেজের সহকারি অধ্যাপক আসলাম পারভেজ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল কাদের গোলজারী ও ফলদা আশরাফুল ওলুম নিজামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ আব্দুর রহমান।