ভূঞাপুরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন প্রমুখ।

ভূঞাপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,পৌর মেয়র,কাউন্সিলর,উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সচিব,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিসহ ৮ টি গ্রুপে মোট ৮০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। শেষে সকল প্রশিক্ষনার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বসতঘরে আগুন ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার (২৭ মে) দুপুরে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published.