লোকাল নিউজ ডেস্ক টাঙ্গাইলের ভূঞাপুরে এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় কৃষক কর্তৃক কেচোঁ সার উৎপাদন ও বাজারজাতকরণে মাঠ দিবস গত ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। ধুবলিয়া কৃষি সিআইজি মহিলা সদস্যদের সহায়তায় কেচোঁ সার উৎপাদন ও বাজারজাতকরণ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: রফিকুল ইসলাম। ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত উপ-পরিচালক আবু আদনান (পিপি), রওশন আলম (এইচএস) প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রাসেদুল হাসান। মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক কতৃক উৎপাদিত ৮০ মন কেঁচো সার বাজারজাত করা হয়। প্রতি মন কেঁচো সার ৪শত টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …