নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উপজেলা শাখার অবৈধ কমিটি গঠন করায় এক প্রতিবাদ সভার আয়োজন করেন। শনিবার (৩০ নভেম্বর) ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। মো. নাজমুল হোসেনের সভপতিত্ত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. রেজাউল করিম, মো. সাজেদুর রহমান হান্নান, মো. কামরুল ইসলাম টিটু, রাশেদুল ইসলাম রাশেদ, আ. মোতালেব প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা সম্মেলন না করে জেলার সাথে আতাত করে নতুন কমিটি গঠন করায়, ভূঞাপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন। তারা জেলা কমিটির উদ্দেশ্যে বলেন, দ্রুত এ কমিটি বাতিল করে সাধারণ কেমিস্টদের সমর্থনে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক। অন্যথায় উপজেলার কেমিস্টরা তাদের মনোনীত সদস্যদের দিয়ে নতুন কমিটি গঠন করবে।