ভূঞাপুরে গণপিটুনীতে নিহত মিনুর স্ত্রীকে বিধবা ভাতার কার্ড প্রদান


নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনীতে নিহত মিনুর স্ত্রীকে বিধবা ভাতার কার্ড প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
উপজেলার টেপিবাড়ি গ্রামের ভ্যান চালক মিনু মিয়ার অন্তসত্তা স্ত্রীকে উপজলো সমাজসেবা অফিসের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিধবা ভাতার কার্ড প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ সমাজ, ইউনিয়ন সমাজ কর্মী আবুল কালাম আজাদ।


উল্লেখ্য গত (২১ জুলাই) রবিবার ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্য কালিহাতী উপজেলার সয়ার হাটে যান মিনু মিয়া। হাটের কিছু লোকজন তাকে ছেলেধরা সন্দেহ করে এবং এলোপাথারি লাঠিশোটা দিয়ে আঘাত করতে করতে বিবস্ত্র করে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। গত (২৯ জুলাই) সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অন্তঃসত্তা স্ত্রীসহ চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …

Leave a Reply

Your email address will not be published.