মামুন সরকার ভূঞাপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাই স্কুলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্যে দিয়ে উক্ত প্রতিষ্ঠানে মহানবী হযয়ত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন। ২১ নভেম্বর বুধবার সকাল ১০ টায় প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলায়তের মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা শুরু হয়। ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম , সহকারি ধর্মীয় শিক্ষক মোঃ নুরুল ইসলাম এবং খানুরবাড়ী ঘাট জামে মসজিদের খতিব হযয়ত মাওলানা মোঃ ইসমাইল হোসেন। বক্তারা শিক্ষার্থীদের মাঝে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরেন এবং প্রিয় নবী হযয়ত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ ও তার গুণাবলী আলোচনা করেন। আলোচনা শেষে প্রিয় নবী হযয়ত মুহাম্মদ (সাঃ) এর প্রতি দরুদ পেশ করে বিশ^ মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …