নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুসা মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।শনিবার বিকালে ভূঞাপুর উপজেলার পাটিতাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ও ধর্ষক মুসাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, মুসা মিয়া নিকরাইল ইউনিয়নের একরাম উদ্দীনের ছেলে। মুসার স্ত্রী ও দুই সন্তান বাড়ি না থাকার সুযোগে পাশের বাড়ির ওই শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। পরে মেয়েটি চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা শিশুটির মা এগিয়ে গিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।বিষয়টি স্থানীয়দের জানালে মুসা কৌশলে নিজ ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা ওই বাড়ীতে প্রবেশ করে মুসাকে গণধোলাই দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশু ও ধর্ষক মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন: হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর মুসাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া স্পর্শকাতর এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।