নিজস্ব প্রতিবেদক ঃ চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন। সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান ৬ ভাইস চেয়ারম্যান ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়নপত্র দাখিল কারীরা হলেন আওয়ামীলীগ মনোনিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামেলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান কর্ণেল,জাতীয় পার্টি মনোনীত সাবেক এম পি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল হক তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী এ কে মো. হাবিবুল্লাহ।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর যুবলীগের আহবায়ক মোঃ মনিরুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন তরফদার, মোঃ হাফিজুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রশিদুল ইসলাম তালুকদার সেলিম, মোঃ আতোয়ার রহমান বাবলু, কাজী রাশিদুল ইসলাম । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, আলিফ নুর মিমি ও মোছাঃ শামছুন্নাহার(শাহিনুর) মনোনয়নপত্র দাখিল করেছেন।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …