মো: নাসির উদ্দিন, ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইয়াবায় আসক্ত করানোর অভিযোগ উঠেছে এলাকার বখাটেদের বিরুদ্ধে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কৌশলে ওই ছাত্রীকে ইয়াবায় আসক্ত করা হয়েছে। ওই ছাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। মাদকের ছোবল থেকে বেরিয়ে আসতে চায় ওই ছাত্রী। সেই সঙ্গে ওই বখাটেদের শাস্তির দাবি উঠেছে। জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া গ্রামের বখাটেরা ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর দূর সম্পর্কের এক মামার মাধ্যমে তাকে ইয়াবায় আসক্ত করানো হয়। অলোয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ফরিদ শেখের মাধ্যমে বখাটেরা এমন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী জহিরের অটোরিকশায় স্কুল ও প্রাইভেটে যেত। এ সুযোগে জোর করে সিগারেটের সঙ্গে ইয়াবা মিশিয়ে ওই ছাত্রীকে মাদকের প্রতি আসক্ত করানো হয়। ওই ছাত্রীর মা জানান, ফরিদসহ গ্রামের কয়েকজন বখাটে আমার মেয়েকে জোর করে ইয়াবা সেবন করিয়েছে। আমরা ওদের বিচার চাই।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, ইয়াবায় আসক্ত ওই ছাত্রীকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে “ভূঞাপুর অঞ্চল কিন্ডার গার্টেন” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ …