লোকাল নিউজ ডেস্ক :
টাঙ্গাইলে ভূঞাপুরে ছেলেধরা গুজবে প্রাণ গেল ভ্যান চালক মিনু মিয়ার (৩০) । মিনু মিয়া উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত (২১ জুলাই) রবিবার ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্য কালিহাতী উপজেলার সয়া নামক হাটে যান ভ্যান চালক মিনু মিয়া। হাটের কিছু কিশোর তাকে ছেলেধরা সন্দেহ করে এবং এলোপাথারি লাঠিশোটা দিয়ে আঘাত করতে করতে বিবস্ত্র করে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবির্তিতে তাকে ঢাকা শেখ হাসিনা মেডিকেলে রেফার্ড করা হয়। সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, “মিনু মিয়া যাদের হাতে গণপিটুনিতে মৃত্যুবরণ করেছেন তাদেরকে ছাড় দেয়া হবে না। দোষিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।”