নিজস্ব প্রতিবেদক :‘জানবে বিশ্ব জানবে দেশ,দুযোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদশে’-প্রতিপাদ্য নিয়ে শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক,অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা,আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন।পরে উপজেলা পরিষদ চত্বরে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সচেতনতামুলক এক মহড়া প্রদর্শন করেন। এছাড়া উপজেলা সম্মেলন কক্ষে শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …