লোকাল নিউজ ডেস্ক ঃ “প্রাথমিক শিক্ষার দীপ্তি,উন্নত জীবনের ভিত্তি”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রালি বের করা হয়। রালিটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।এতে অংশগ্রহন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন,সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন,রেজাউল করিম,শিক্ষক নেতা জসিম উদ্দিন প্রমূখ। পরে শিক্ষক শিক্ষার্থীদের সম্বনয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করে।
