আ:রশিদ তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুরে নবাগত জেলা প্রশাসক মো.শহিদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনিক কর্মকর্তা ,জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাবেক এমপি শামছ’ল হক তালুকদার ছানু,থানার নবাগত অফিসার ইনচার্জ রাশিদুল আলম, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক মো.আশরাফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, টাঙ্গাইল জেলা শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নত। তার প্রতিফলন সমাজের সর্বস্তরে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনকল্যানে গনমাধ্যমকর্মীসহ সকলের সহয়োগিতা কামনা করেন তিনি।এর আগে তিনি গোপাল পুর উপজেলায়ও মতবিনিময় করেন।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ
নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …