নিজস্ব প্রতিবেদক: বহুল প্রচারিত “দৈনিক যুগান্তর” পত্রিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম পদক-২০২২ পাওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে ভূঞাপুর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- ভূঞাপুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী।স্বজন সমাবেশের সভাপতি অধ্যাপক আখতার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তালুকদার সেলিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তর পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকৌশলী শফিকুর ইসলাম মন্ডল, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুল আলীম আকন্দ, জুলিয়া পারভেজ, শফিকুল ইসলাম শাহীন, অভিজিত ঘোষ, ইব্রাহীম ভূঁইয়া, মামুন সরকার, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, আসাদুল খান, মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আব্দুর রহিম মিয়া, মোঃ রফিকুল ইসলাম রবি, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমান, রুহুল আমিন রবিন প্রমুখ।