লোকাল নিউজ ডেস্ক : চলমান এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টাঙ্গাইলের ভূঞাপুরে অসাদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার নিকরাইল রানী দীনমনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রে ভদ্র শিমুল উচ্চ বিদ্যালয়ের একজন অনিয়মিত শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। পরে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিস্কার করা হয়।