মামুন সরকার ভূঞাপুর প্রতিনিধিঃ “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে ভূঞাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৪-২৯ নভেম্বর ২০১৮) উপলক্ষে ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান, পৌর প্যানেল মেয়র আব্দুস ছাত্তার, মাঠ পরিদর্শিকা আছিয়া বেগম, স্থানীয় সাংবাদিক প্রমুখ। সভায় উপজেলা ওয়ারী পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।