আব্দুর রাজ্জাক :টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে শনিবার রাত ১২ টার দিকে স্থানীয় সিরাজ, হারুন ও দুলু ব্যাপারীর যৌথ মালিকানাধীন পাটের গুদামে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়।এতে প্রায় তিনশ আশি মন পাট ভস্মিভূত হয়।যার ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লাখ টাকা।
ভূঞাপুর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাযায় উপজেলার গোবিন্দাসী বাজারের বটতলায় শনিবার রাত ১২ টার দিকে সিরাজ, হারুন ও দুলু ব্যাপারীর পাটের গুদামে অগ্নিকান্ড সংগঠিত হয়।প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়।স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।ওই গুদামে তিনশ আশি মন পাট ছিল।যার অধিকাংশই ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লাখ টাকা।তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের প্রকৃত কারন উদঘাটন করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন,অগ্নিকান্ডের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।আমাদের সাধ্যমত সহায়তার চেষ্টা করা হবে।