স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই জনকে আটক করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার রাতে উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চর বানিয়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে আটককৃতদের উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।আটককৃতরা হচ্ছেন সিরাজগঞ্জসদরের ঘরিয়ার চর গ্রামের আলম খানের ছেলে শুভ ওরফে সুমন(২৪) ও চর রূপসা গ্রামের হাতেম আলীর ছেলে সোহাগ রানা (২০)।এব্যাপারে এসআই ওবায়দুল হক বাদী হয়ে শুক্রবার ভূঞাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম কাউসার চৌধুরী জানান, উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চর বানিয়া বাড়ি হাফেজিয়া মাদ্রাসা মাঠে চোরাই মোটর সাইকেল কেনাবেচা নিয়ে এলাকাবাসীর সাথে আটককৃত শুভ ওরফে সুমন ও সোহাগ রানা তর্কবিতর্ক এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে।খবর পেয়ে এসআই ওবায়দুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় শুভ ওরফে সুমনের দেহ তল্লাসী করে আমেরিকার তৈরী একটি পিস্তল,তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এব্যাপারে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় মামলা হয়েছে। শুভ ওরফে সুমনের বিরুদ্ধে বগুড়ায় দুইটি ও ভূঞাপুর থানায় একটি এবং সোহাগ রানার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে।