লোকাল নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসল করতে গিয়ে মিলন খাতুন (৩০) এক গৃহবধু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

নিহতের স্বামী আব্দুল মজিদ জানান, স্ত্রী মিলন খাতুন বাড়ির পাশের পুকুরে কয়েকজন মিলে গোসল করতেছিল। পরে সে ধীরে ধীরে পানিতে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করার জন্য স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে সে ২ ছেলে রেখে যান।