নিজস্ব প্রতিবেদক:
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ভূঞাপুর বাজার বণিক সমিতি ও সাংবাদিকদের নিয়ে শুক্রবার ১০ টায় থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর থানা আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল,সহ সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সাংবাদিক শাহা আলম প্রামানিক, মিজানুর রহমান, ইব্রাহীম ভূইয়া,এনামুল হক মুকুল,সিরাজুল ইসলাম কিসলু,জুলিয়া পারভেজ , ভূঞাপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি জাকির হোসেন তরফদার,সাধারন সম্পাদক মো: মুকুল প্রমূখ।এসময় বক্তারা দিনের বেলায় চুরি ,জুয়া,মাদক ও বাজার হতে বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃস্টি হওয়ার কারন নিয়ে আলোচনা করেন।পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম পুলিশের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে এবং পুলিশের নিকট থেকে সেবা নিতে অপরাধীদের ধরিয়ে দিতে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ারও নির্দেশ দেন এবং তাহার ফোনে সরাসরি ফোন দিতে বলেন। তিনি বলেন ইতোমধ্যেই চুরি ,জুয়া ও মাদকের সাথে জড়িতদের ধরা হচ্ছে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করবো শুধু তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …