লোকাল নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদান, পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতার দাবীতে গতকাল সোমবার পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের পূর্ণদিবস কর্ম বিরতী পালিত হয়। এ সময় সকল নাগরিকদের সেবা বন্ধ করে পৌরসভার গেটে অবস্থান নেয় কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে। ভূঞাপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যেগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কর্মসুচি। এ সময় অন্যান্যর মধ্য উপস্থিতি ছিলেন ভূঞাপুর পৌরসভা সার্ভিস এসোসিয়শনের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সিনিয়র সহসভাপতি মো. আব্দুল আজিজ প্রমুখ।
এটাও চেক করতে পারেন
হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছিলেন মাওলানা নিজামী!
নিজস্ব প্রতিবেদক: ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী! আর গুন গুন করে সুবহান আল্লাহ, …