অভিজিৎ ঘোষ : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) দুপুরে সানকবয়ড়া, পাছতেরিল্ল্যা ও ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নিজ অর্থায়নে এই নতুন পোষাক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সাবেক সাংসদ সামছুল হক তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, অনেক দরিদ্র শিক্ষার্থীর স্কুল ড্রেস নেই। উপজেলার সকল বিদ্যালয়ের দরিদ্র এসব শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ উদ্যোগ নিয়েছি নিজ অর্থায়নে। বুধবার তিনটি সরকারি বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের ৩৫জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।