নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি মোড় থেকে নজরুল ইসলাম (৩২) কে আটক করেছে র্যাব- ১২। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮ টার সময় র্যাব- ১২ এর অভিযানে ইজি বাইকে বিশেষ কায়দায় বহন করার সময় ৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে । আটককৃত ব্যক্তি উপজেলার মাটিকাটা গ্রামের মো. মোনসের আলীর ছেলে ।
র্যাব- ১২ এর কোম্পানি কমান্ডার জানান, ইজি বাইকে ফেন্সিডিল বহন করা হচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি মোড় দিয়ে ইজি বাইক চালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নজরুল ইসলাম বলেন,কিছুদিন যাবৎ সে অবৈধভাবে ভাবে ফেন্সিডিল সংগ্রহ করে ইজি বাইকে করে বিশেষ কায়দায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।