ভূঞাপুরে বসতঘরে আগুন ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার (২৭ মে) দুপুরে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারীপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ইউসুফ আলীর চৌচালা টিনের ঘরের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। নগদ ২ লক্ষ টাকাসহ তিনটি টিনের ঘর ও খড়ের গাঁদা ভস্মিভ‚ত হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ভূঞাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার স্বপন আলী জানান, দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.