আঃ রশিদ তালুকদারঃ ভূঞাপুর উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে চার তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন খন্দকার আসাদুজ্জামান এম পি’র ছেলে টাঙ্গাইল-২ আসনের এম পি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মশিউজ্জামান রুমেল। এ উপলক্ষে শনিবার সকালে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনছার আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালীম এডভোকেট, ভূঞাপুর পৌর সভার সাবেক মেয়র মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, অলোয় ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আনিনুল ইসলাম আমিন, আওয়ামীলীগ নেতা আবু ফারুক, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম তালুকদার। পরে বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করে।