ভূঞাপুরে ভার্মি কম্পোষ্ট ও মাটিপুষ্টি ব্যবস্থাপনা মাঠ দিবস

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস-টু প্রকল্পের আওতায় গোবিন্দাসি ব্লকের রাউৎবাড়ি গ্রামে সোমবার দুপুরে কৃষি সিআইজি সমবায় সমিতি লিমিটেড ভার্মি কম্পোষ্ট ও মাটিপুষ্টি ব্যবস্থাপনার ওপর মাঠ অনুষ্ঠিত হয়েছে।মাটির গুনাগুন ও রাসায়নিক সারের ওপর চাপ কমানো এবং পরিবেশ বান্ধব উপায়ে ফসল উৎপাদনে কৃষকের সচেতনতা বৃদ্ধির লক্ষে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি টাঙ্গাইলের জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডঃ মোহাম্মদ জয়নুল আবেদীন, বিশেষ অতিথি খামারবাড়ী টাঙ্গালের অতিরিক্ত উপ-পরিচলক আবু আদনান, উপজেলার কৃষক নেতা মোঃ হযরত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস ছোবাহান।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *