মো: নাসির উদ্দিন, ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ও বাজার প্রদক্ষিন শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত এ.কে.এম. কাউসার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম.এ মজিদ মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.আব্দুর রাজ্জাক মিঞা ও মো.মিনহাজ উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচীর সূচনা করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি দিবসটি উপলক্ষে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা ও স্মৃতি সÍম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …