নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে বৈদ্যুতিক সোলার বিতরণ করেছে (টাঙ্গাইল-৩২০, সংরক্ষিত মহিলা-২০) আসনের এমপি অপরাজিতা হক। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকালে উপজেলার জিগাতলা-রাউৎবাড়ী ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এ সোলার বিতরণ করা হয়।

এ সময় তিনি মোবাইল ফোনের মাধ্যমে সোলার বিতরণের উদ্বোধন করেন। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, ভূঞাপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সাত্তার, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আজহারুল ইসলাম মাস্টার, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস মো. সুরুজ্জামাল প্রমুখ। উপজেলার ৮০টি পরিবারের মাঝে ১৪ লাখ ১৪ হাজার ৫’শ ১৭ টাকা মূল্যের সোলার বিতরণ করা হয়।