লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ১ মাদক ব্যবসায়ীসহজুয়াড়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে ভূঞাপুর থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, আ. কাদের (৪৫), পিতা- মৃত নায়েব আলীর গ্রাম কুঠিবয়ড়া। এছাড়া আটককৃত জুয়াড়ীয়া হলেন, কাঁনাই শীল (৩৫), পিতা- নারায়ন শীল, নিরঞ্জন (২৬), পিতা-কালা চাঁন শীল, রাম চন্দ্র (২০), শীবু চন্দ্র (১৮), লক্ষণ শীল (২৫), হাসান (২৫), পিতা- মোকছেদ আলী, এরশাদ মিয়া (৩০), পিতা- আব্দুস ছালাম, শাহ জামাল (৩৫), পিতা- শুকুর আলী, রফিক (২৫), পিতা-শাজাহান, ইয়ার আলী (৩২), পিতা- আব্দুল খালেক, হারুন মিয়া (২৩), পিতা- মুনসুর আলী ও বেলাল (৩৫), পিতা- আব্দুর রশিদ।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।