নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গতকাল সোমবার বিকেল ৪ টারদিকে দুর্ধর্ষ নৌ- ডাকাতি সংঘঠিত হয়েছে।এসময় ডাকাত দল আশা এনজিও কুঠিবয়ড়া শাখার ৪ জন লোন অফিসারের কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। ডাকাতদের মারধরে আহত হয় ওই ৪ লোন অফিসার মো. নুরুল ইসলাম,মো.ফারুখ আহমেদ,আব্দুল্লাহ আল মামুন,মো. নাসির উদ্দিন ও নৌকার মাঝি কবির হোসেন । এদের মধ্যে নৌকার মাঝি গুরুতর আহত । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশা এনজিও কুঠিবয়ড়া শাখার ম্যানেজার মো.রফিকুল ইসলাম ও ৪ লোন অফিসার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল থেকে ঋনের কিস্তির টাকা নিয়ে রুলিপাড়া চর থেকে নৌকা যোগে কুঠিবয়ড়া বাজারে আসছিল। তাদের নৌকা রাজাপুর চরের নিকট পৌছালে ছয় সদস্যের একটি ডাকাত দল অন্য একটি নৌকা নিয়ে তাদের নৌকার গতি রোধ করে। ডাকাত দল নৌকায় উঠে মারধর করে নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা,৪ টি অফিসিয়াল ট্যাব ও ৫ টি মোবাইল সেট নিয়ে চলে যায়।
নৌকায় থাকা আশা এনজিও কুঠিবয়ড়া শাখার ম্যানেজার মো.রফিকুল ইসলাম বলেন, ডাকাতদের সকলের হাতে রামদা,রড ও হাতুড়ি ছিল।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালাম মিয়া বলেন,নৌ- ডাকাতির কথা শুনেছি।তবে এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি।
উল্লেখ্য, গত শুক্রবার অর্জুনা ইউনিয়নের জোমার বয়ড়া এলাকায় যমুনা নদীতে ডাকাতি সংগঠিত হয়।ডাকাত দল গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …