ভূঞাপুরে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’- এই প্রতিপাদ্য নিয়ে গত ৬ মার্চ থেকে শুরু হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে রবিবার বেলা ১১ টায় টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা উপকরণ মেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর রাজিয়া সুলতানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,মোঃ সাইফুল ইসলাম ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ জামাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুরুজ্জামান মিঞা,ভূঞাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এ মেলায় উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌর সভার ১ টি করে স্টল অংশ গ্রহন করে।বিকেলে স্টল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী।
উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন বলেন,কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের সাথে পরিচিত করা ও শিক্ষকদের মানসম্মত পাঠদানের লক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে কোটাবি‌রোধীদের অবস্থান যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান ক‌রে কোটাবি‌রোধী কর্মসূচি পালন কর‌ছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *