লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল মঙ্গলবার ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা স্টোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহী উদ্দিন ও সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের পেম ইমাম মওলানা শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, সাংবাদিক শাহ আলম প্রামানিক, ইব্রাহীম ভুইয়া প্রমুখ। দোকানদার বিহীন এই দোকান থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও হালকা খাবার ন্যায্য মূল্য দোকানে রাখা ক্যাশ বাক্সে ফেলে ক্রয় করতে পারবে।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …