আব্দুর রাজ্জাক : টাঙ্গাইলের ভূঞাপুরে রবিবার বিকেলে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা,মাসিক সাহিত্য প্রতিভা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ,সফল সমবায়ী,কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম মোহনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সাহিত্য প্রতিভা পরিষদ,ভূঞাপুর আয়োজিত স্থানীয় সাকো কিন্ডার গার্টেন প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও কবি শংকর দাশ।স্মরণ সভায় শামসুল আলম মোহনের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন সাবেক সংসদ সদস্য শামছুল ইসলাম তালুকদার ছানু,অধ্যাপক মির্জা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল আজিজ,লোকমান ফকির মহিলা কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন,মুক্তিযুদ্ধের গবেষক শফি উদ্দিন তালুকদার,ক্রীড়া সংগঠক শাহজাহান মিয়া,এস এম জাহিদুল ইসলাম,কবি জয়নুল জমসের,আলী রেজা প্রমূখ।স্মরণসভার শুরুতেই শামসুল আলম মোহন স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।